ads
৩০ ডিসেম্বর, ২০২৫

বেগম জিয়ার মৃত্যুতে নোয়াখালীতে জেলা বিএনপির শোক বইয়ে স্বাক্ষর ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

বেগম জিয়ার মৃত্যুতে নোয়াখালীতে জেলা বিএনপির শোক বইয়ে স্বাক্ষর ও দোয়া মাহফিল

বেগম জিয়ার মৃত্যুতে নোয়াখালীতে জেলা বিএনপির শোক বইয়ে স্বাক্ষর ও দোয়া মাহফিল

আবু জাফর মোহাম্মাদ আলী জনী: 
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নোয়াখালী জেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী শোক বইয়ে স্বাক্ষর ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে স্মরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।

​বিকেলে নোয়াখালী জজ কোর্ট প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে একটি শোক বই খোলা হয়। সেখানে দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ কর্মী ও বেগম জিয়ার ভক্ত-শুভানুধ্যায়ীরা শোকবার্তায় স্বাক্ষর করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ শেষে বাদ জোহর নোয়াখালী জেলা জামে মসজিদে জেলা বিএনপির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহজাহান। নোয়াখালী জেলা বিএনপি​  আহ্বায়ক, মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা বিএনপি, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ​এডভোকেট আব্দুর রহমান,

​আব্দুল মোতালেব আপেল, সাধারণ সম্পাদক, ​নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ
​মোনাজাতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

 উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার স্মৃতি চারণ করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম