খোরশেদ আলম, সেনবাগ:
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (৩০ ডিসেম্বর) নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খলিলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন—সেনবাগ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, সহ-সভাপতি মাওলানা আবু সালেহ জুয়েল, সেক্রেটারি মো. কামরুল হাসান, আইএবি সেনবাগ পৌর শাখার সভাপতি মাওলানা আবু সুফিয়ান এবং ইসলামী শ্রমিক আন্দোলন সেনবাগ শাখার সভাপতি মাওলানা শাহিদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।


