খোরশেদ আলম, সেনবাগ
নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগ আল- জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষে ও নবাগত শিক্ষার্থীদের চবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে আধুনিক এ দ্বীনি প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আল- জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাাতা ও চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাছুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাছুম ও মাদ্রাসার অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
প্রাণবন্ত উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সাংস্কৃতিক বিভাগের প্রধান বুরহান সাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল জাহিদ ইসলামীয়া আলিম মাদ্রাসার সিনিয়র কো-অর্ডিনেটর মো. ইমাম হোসেন।
আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের উদ্যোগে একযোগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, আল জাহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসা এবং আল জাহিদ হিফজুল কুরআন মাদ্রাসার সমন্বয়ে একটি সামগ্রিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। শেষে দোয়া ও শুভকামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


