খোরশেদ আলম
যুক্তরাষ্ট্রের দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ঢাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী জোট এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের শীর্ষ কর্মকর্তা জেমস স্টুয়ার্ট, শীর্ষ কর্মকর্তা শন ওয়ান্ডার্স এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক শাখার কর্মকর্তাগণ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নোয়াখালী -২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক,) আসনে এনসিপির মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, এডভোকেট হুমায়রা নূর ও তাহসিন রিয়াজ প্রমুখ।


