নূর আলম বিপ্লব:
নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমার অফিস কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকেয়া বেগমের উপস্থিতিতে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের ফখরুল ইসলাম বলেন, "নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে অতীতে নেতা নির্বাচিত হয়ে অনেকে শোষণ করেছেন। আমি শাসন বা শোষণ করতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। এই এলাকার মানুষ দীর্ঘদিন অবহেলিত ও বৈষম্যের শিকার।"
তিনি আরও বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রার্থী। শহীদ জিয়াউর রহমান ছিলেন এ দেশের গণমানুষের নেতা। আমি এই এলাকার হতদরিদ্র মানুষের প্রতিনিধি হতে চাই। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে সার্বক্ষণিক দুই উপজেলার সাধারণ মানুষের পাশে থাকব এবং তাদের অধিকার আদায়ে কাজ করব।"
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।


