নোবিপ্রবি প্রতিনিধি
রবিবার (৪ জানুয়ারি) রাত ৭:৩০ মিনিটে জুম প্লাটফর্মের মাধ্যমে শুরু হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে "জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার"
ওয়েবিনাটিতে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জাপানের লুমিনাস কোম্পানি লিমিটেড ও টেক-পার্টনার ইনক. জাপানের প্রতিষ্ঠাতা পরিচালক নোমান আরিফ। আলোচনায় তিনি নিজের অভিজ্ঞতা ও বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরেন জাপানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও কাজের সুযোগগুলো কি কি, জাপানে কিভাবে স্থায়ী হওয়া যায় এবং স্থায়ী চাকরি পেতে কি কি প্রস্তুতির দরকার হয়। পাশাপাশি তিনি আরও আলোচনা করেন কিভাবে জাপানিজ ভাষা স্থায়ী চাকরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জাপানিজ ভাষা, জাপানিজ কালচার, অর্থনীতি, কাজের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়েবিনারের অন্যতম আলোচক কাজিমা কর্পোরেশন জাপান এর সাইট ও সেফটি ইঞ্জিনিয়ার তানভির আরাফ।
তিনি জাপানে উচ্চশিক্ষাসহ স্থায়ী ক্যারিয়ার গড়তে হলে, কেনো জাপানিজ ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি জাপানিজ ল্যাঙ্গুয়েজের N5 থেকে শুরু করে নিয়ে N2 পর্যন্ত কিভাবে শেখা যায় এবং প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়েও আলোকপাত করেন।
ওয়েবিনারটি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ও প্রয়োজনীয় প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: শিবলুর রাহমান।
উল্লেখ্য যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর প্রায় প্রতি মাসেই এরকম ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক ওয়েবিনার আয়োজন করে থাকে যা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


