নিজস্ব প্রতিনিধি:
ভারতে অবস্থানরত বাংলাদেশি অপরাধীদের কারণে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
সেখানে খেলোয়াড়দের পাশাপাশি সংবাদকর্মী, দর্শক এবং সংগঠকদের নিরাপত্তা নিয়ে বোর্ড গভীরভাবে চিন্তিত। নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ভারতকে ভেন্যু হিসেবে ব্যবহার করে কোনো বিশ্বকাপে অংশ নিতে দল পাঠাবে না। বিষয়টি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আইসিসি-কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
রবিবার বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর আরও বলেন, বিসিবি ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক। তবে আইসিসি যদি বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো অন্য কোনো দেশে টুর্নামেন্টের আয়োজন করে, তবে তারা সেটি বিবেচনা করবেন।
মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি বলেন, মুস্তাফিজকে বাদ দেওয়া একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা এবং এটি জাতির জন্য অপমানজনক। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এবং আফগানিস্তানের মুসলিম খেলোয়াড়রা আইপিএলে খেলছেন; তাই মুস্তাফিজের বিষয়টি কোনো ধর্মীয় ইস্যু নয়, বরং এটি একটি সুপরিকল্পিত বৈষম্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া অ্যাডহক কমিটির সদস্য ও বিসিবি ডেলিগেট ইকবাল হোসেন, অ্যাডহক কমিটির সদস্য এ.এস.এম নাসিম শুভ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি প্রমুখ।


