ads
২ জানুয়ারি, ২০২৬

শহীদ শাওনের বাড়িতে এনসিপি প্রার্থী সুলতান মো. জাকারিয়া

অনলাইন ডেস্ক

শহীদ শাওনের বাড়িতে এনসিপি প্রার্থী সুলতান মো. জাকারিয়া

শহীদ শাওনের বাড়িতে এনসিপি প্রার্থী সুলতান মো. জাকারিয়া


খোরশেদ আলম,  সেনবাগ
বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী তীব্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ মো. সাদাত হোসেন শাওনের নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাড়িতে  গেলেন-  নোয়াখালী -২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক)  আসনে এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেল এর প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া।

শুক্রবার  সকালে সুলতান মুহাম্মদ জাকারিয়া শহীদ শাওনের বাড়িতে পৌঁছে শহীদ শাওনের কবর জিয়ারত করেন। পরে শহীদ শাওনের বাড়িতে গিয়ে তার মা, বাবা ও পরিবারের সাথে দীর্ঘ সময় কাটান। শোকার্ত পরিবারকে সুলতান মুহাম্মদ জাকারিয়া সান্ত্বনা দেন এবং ভবিষ্যতে তাদের পরিবারের পাশে থাকার  কথা পুনব্যক্ত করেন।

এর আগে শহীদ শাওনের গ্রামের বাড়ি খাজুরিয়া গ্রামে পৌঁছলে এনসিপি মনোনীত শাপলাকলি প্রতীকের সুলতান মুহাম্মদ জাকারিয়াকে এলাকার সর্বস্তরের লোকজন স্বাগত জানান।  এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষজন উপস্থিত ছিল।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম