ads
৬ জানুয়ারি, ২০২৬

সেনবাগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল 

অনলাইন ডেস্ক

সেনবাগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল 

সেনবাগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল 

নিজস্ব প্রতিনিধিঃ
কনকনে শীত উপেক্ষা করে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে এনায়েতপুর একতা ক্লাবের উদ্যোগে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আজিয়ারা ফ্রেন্ডস ক্লাব বনাম অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। 

শ্বাসরুদ্ধকর ম্যাচে অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাবকে ১৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আজিয়ারা ফ্রেন্ডস ক্লাব।

গত ২০ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও ঢাকার মাদার্স ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বাদল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান, সৌদি প্রবাসী মাহবুবুর রশিদ বেছু, সমাজসেবক মহিন ফরায়েজী, দলিল লেখক আমির হোসেন, পল্লী চিকিৎসক ডা. মো. আবদুল খালেক, সমাজসেবক রবিউল আলম, হাফেজ সেলিম, ইমাম সারওয়ার মিঝিসহ আরও অনেকে।

উল্লেখ্য, খেলা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম