খোরশেদ আলম, সেনবাগ
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আলহাজ্ব কাজী মফিজুর রহমান।
তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সেনবাগ উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান।
সোমবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিশিয়া তাবাসসুমের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. কামাল উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহ্বায়ক মির্জা সোলাইমান, উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


