চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, "বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনোদিন অন্যায়ের কাছে আপস করেননি।"
শুক্রবার চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে দেশব্যাপী ঘোষিত রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন তার বক্তব্যে ১/১১ সরকারের সময়কার স্মৃতি চারণ করে বলেন, "তৎকালীন অমানবিক নির্যাতনের মুখেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাথা নত না করে দেশেই অবস্থান করেছিলেন।
সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানের ওপর বর্বরোচিত শারীরিক নির্যাতন চালিয়ে তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, যার চিকিৎসা তিনি বিদেশে নিয়েছেন।"
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হবার নয়, তবে তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করেই বর্তমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহছানুল হক মাসুদ এবং সাবেক আহ্বায়ক দেওয়ান শামছুল আরেফিন শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


