ads
৩০ ডিসেম্বর, ২০২৫

ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিলেন তোফাজ্জল হোসেন মানিক

অনলাইন ডেস্ক

ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিলেন তোফাজ্জল হোসেন মানিক

ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিলেন তোফাজ্জল হোসেন মানিক

খোরশেদ আলম, সেনবাগ:

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য তোফাজ্জল হোসেন মানিক ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

তিনি স্বেচ্ছাসেবক দল সংযুক্ত আরব আমিরাত শাখারও সাবেক সভাপতি। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের প্রার্থিতা নয়, বরং ধানের শীষের মনোনীত প্রার্থী জয়নুল আবদীন ফারুকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন মানিক বলেন, "বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছি। দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনের সুযোগ এসেছে। আমি এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম, কিন্তু আমাদের দল (বিএনপি) সাবেক এমপি জয়নুল আবদীন ফারুককে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।"

তিনি আরও বলেন, "আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানের দিকে তাকিয়ে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি নিজের পক্ষে নয়, ধানের শীষের পক্ষে এখন থেকে সব নেতাকর্মীকে নিয়ে মাঠে কাজ করব, ইনশাআল্লাহ।"

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম