খোরশেদ আলম, সেনবাগ:
শনিবার যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে এনসিপি মনোনীত ‘শাপলাফুল’ প্রতীকের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
সুলতান মুহাম্মদ জাকারিয়ার মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর মুহূর্তের মধ্যে নোয়াখালী-২ আসনের সর্বত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুলতান মুহাম্মদ জাকারিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে একাধিক বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় তিনি সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।


