আবু জাফর মোহাম্মাদ আলী জনী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নোয়াখালী জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী শোক বইয়ে স্বাক্ষর ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে স্মরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।
বিকেলে নোয়াখালী জজ কোর্ট প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে একটি শোক বই খোলা হয়। সেখানে দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ কর্মী ও বেগম জিয়ার ভক্ত-শুভানুধ্যায়ীরা শোকবার্তায় স্বাক্ষর করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ শেষে বাদ জোহর নোয়াখালী জেলা জামে মসজিদে জেলা বিএনপির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহজাহান। নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক, মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা বিএনপি, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান,
আব্দুল মোতালেব আপেল, সাধারণ সম্পাদক, নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ
মোনাজাতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার স্মৃতি চারণ করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।


