ads
২ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে হাসপাতালে অভিযান, লাখ টাকা অর্থদন্ড

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে হাসপাতালে অভিযান, লাখ টাকা অর্থদন্ড

কোম্পানীগঞ্জে হাসপাতালে অভিযান, লাখ টাকা অর্থদন্ড

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে বামনী মেডিনোভা মেডিকেল সেন্টার নামে একটি হাসপাতালকে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রামপুর ইউনিয়নের বামনী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে পরিক্ষা নীরিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেডিনোবা মেডিকেল সেন্টারকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর পরিবেশে পরিক্ষা নীরিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম