ads
৫ জানুয়ারি, ২০২৬

বর্ণিল আয়োজনে নোয়াখালীতে ভিডিপি দিবস উদযাপন 

অনলাইন ডেস্ক

বর্ণিল আয়োজনে নোয়াখালীতে ভিডিপি দিবস উদযাপন 

বর্ণিল আয়োজনে নোয়াখালীতে ভিডিপি দিবস উদযাপন 

নিজস্ব প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে ভিডিপি দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১ টায় নোয়াখালী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুজ্জামান। 

এরপর জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুজ্জামান উপস্থিত সদস্যদের উদ্যেশ্য বলেন, এ বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে দেশের যেকোনো দুর্যোগের মুহুর্তে তারা কাজ করতে পারে। এ প্রশিক্ষণের জন্য বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত থাকে এবং সর্ব প্রথম তারা মাঠে নামে। দেশ ও জাতির ক্লান্তি লগ্নে যে কোনো সমস্যার মোকাবেলার জন্য তারা কাজ করে যাচ্ছে। 

তিনি আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এসময় বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য আহ্বান জানান তিনি। ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা আরো তৎপর থাকবেন এবং অতীতের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হাম্মাদ বিন হোসাইন,সোনাইমুড়ী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবুল বশির, বেগমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ফয়সাল মিজান, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিরোজা খাতুন সহ বিভিন্ন উপজেলার দেড় শতাধিক আনসার ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, 'শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা' এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিলো।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম