ads
৫ নভেম্বর, ২০২৪

জগন্নাথপুর উপজেলার আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীনা সম্পূর্ণ সুস্থ

অনলাইন ডেস্ক

জগন্নাথপুর উপজেলার আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীনা সম্পূর্ণ সুস্থ

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি সুনামগঞ্জ: 
জরায়ূ ক্যান্সার প্রতিরোধ  টিকা দেয়ার পর অসুস্থ হওয়া সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর উপজেলা সদরে অবস্থিত আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীনা এখন সম্পূন্ন সুস্থ। ড.খালেদ সিলেট বিভাগীও কোঅর্ডিনেটর, world health organisation ( WHO ) দীনা কে দেখতে যান।
জগন্নাথপুর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , ডাঃ শারমিন আরা আশা মুঠোফোনে জানান, দীনার সাইকোজেনিক হাই পারভেন্টাইলেশন হয়েছে, সেটা শ্বাস কষ্টের মতো হয়, ভয় পেলে বা টেনশন হলেই বেড়ে যায়। টিকা দেয়ায় তার কোন সমস্যা হয়নি বলেও চিকিৎসক জানান। আপনারা সবাই দীনার জন্য দোয়া করবেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম