নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দেওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়।
ঘটনার প্রেক্ষাপট: গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশের মতো নোবিপ্রবিতেও বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
সেই মিছিলে দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকলেও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মূল নেতৃবৃন্দকে দেখা যায়নি। ছাত্রদল পরবর্তীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে। তবে সাধারণ শিক্ষার্থীদের ওই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন।
কেন্দ্রীয় সিদ্ধান্ত: আজ ২২ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঁধনের পদ স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মেহেদি হাসান বাঁধনের সাংগঠনিক পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সংশ্লিষ্টদের বক্তব্য: পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।"
অন্যদিকে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা নেতৃত্ব বিপ্লবী শরীফ ওসমান হাদি ভাইকে ছাত্রদল শ্রদ্ধার সাথে স্মরণ করে।
হাদি হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে একমাত্র ছাত্রদলই জোরালো প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমাদের কাছে সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত।"


