সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে চাপরাশিরহাট মাদ্রাসা সংলগ্ন মাঠে শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতে কোম্পানীগঞ্জ ইয়াং ভয়েস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নারায়ণগঞ্জ ঢাকা ক্লাব।
শুক্রবার বিকেলে মাদ্রাসা রোড স্পোর্টস ক্লাবের আয়োজনে, মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশন ও আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান ইকো ভিশনের সার্বিক সহযোগিতায় জমকালোভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন: ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি সভাপতি জহির উদ্দিন (জহির), সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাসেত হিরন, চাপরাশিরহাট-বলিক সমন্বয় সমিতি লিঃ ও বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল হক জাবেদ, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন যুবদল আহ্বায়ক মিজানুর রহমান পারভেজ, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু জাহের রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, যুবসমাজ যখন সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো অপসংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছে, ঠিক তখনই খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। খেলাধুলা সমাজে ঐক্য, শৃঙ্খলা ও চারিত্রিক শক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তারা।
বিজয়ীদের মাঝে নগদ প্রাইজ মানি সহ চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের মাঝেও নগদ অর্থ সহ ট্রফি বিতরণ করা হয়।
মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ক্রীড়াপ্রেমী দর্শকরা। দর্শকরা অনেক আনন্দমুখর পরিবেশে খেলা উপভোগ করেন এবং আয়োজক কমিটির প্রশংসা করে ধন্যবাদ জানান।
তরুণদের সুস্থ মনন গঠনে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই আশা আয়োজকদের।


