ads
২১ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীতে ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের উদ্বোধন

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের উদ্বোধন

নোয়াখালীতে ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন:
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ–২০২৫’-এর চূড়ান্ত পর্ব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ।

চূড়ান্ত পর্বে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নোয়াখালী ও বরিশাল জেলা দল।

বাফুফের সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ এবং ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।

আয়োজকরা জানান, তৃণমূল থেকে তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যতের জন্য জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই লিগের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশজুড়ে উদীয়মান ফুটবল প্রতিভাদের তুলে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের মতে, এই লিগ উঠতি ফুটবলারদের জন্য নিজেদের প্রমাণ করার একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম