ads
৬ ডিসেম্বর, ২০২৫

রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক

রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রোহান দিবা-রাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট প্রতিনিধি:

শুক্রবার বিকেলে মাদ্রাসা রোড স্পোর্টস ক্লাব-এর আয়োজনে, মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশন ও আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান ইকো ভিশন-এর সার্বিক সহযোগিতায় এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সর্বমোট ১৬টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই খেলায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামে মানিকপুর ক্রীড়া চক্র বনাম মদিনা বাজার যুব সমাজ।

প্রথম রাউন্ডের ৮টি খেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল, শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।

উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কামাল উদ্দিন, চাপরাশিরহাট জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়েজ উল্ল্যাহ (সাইমুম), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেলোয়ার হোসেন, এবং চাপরাশিরহাট বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মাজহারুল ইসলাম রাসেল, ক্রীড়ানুরাগী আব্দুর রহমান রাজন সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, "সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ দূর করতে এবং সবাইকে খারাপ কাজ থেকে বিরত রেখে একটি আলোকিত সমাজ গড়তে ব্যতিক্রম এই আয়োজন করায় আমরা ইকো ভিশন সহ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।"

বক্তারা আরও বলেন, "খেলাধুলায় রয়েছে ব্যক্তিত্ব গঠনের ক্ষমতা, যা আমাদের জীবনযাত্রায় প্রতিনিয়ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। খেলার কোনো বয়স নেই। শারীরিক খেলাধুলা এমন একটি ব্যায়াম যা শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখে।" ভবিষ্যতে যুবকদের পাশে থাকার ও সর্বত্র সহযোগিতা করার কথা জানান তারা।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম