প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ের ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনে ভোট দিতে হাজির হন বলিউড তারকা অক্ষয় কুমার। এনডিটিভি থেকে জানা যায়, ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় এক আর্থিক সংকটে থাকা নারী ভক্তের সাহায্যের আবেদন শুনে তাকে সহায়তার আশ্বাস দেন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভোট দিয়ে বেরোনোর সময় এক নারী অক্ষয় কুমারের কাছে এসে জানান, তার বাবা বড় অঙ্কের ঋণে ডুবে আছেন। হাতে একটি কাগজ ধরে তিনি বলেন, আমার বাবা অনেক বড় ঋণে আছেন, দয়া করে তাকে এই অবস্থায় সাহায্য করুন।নারী ভক্তের কথা শুনে অক্ষয় কুমার তাকে আশ্বস্ত করেন এবং নিজের টিমের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ সময় ওই নারী অভিনেতার পা ছুঁতে গেলে অক্ষয় কুমার তাকে থামিয়ে দেন এবং পরে গাড়িতে উঠে চলে যান। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন অক্ষয় কুমার। একজন ভক্ত মন্তব্য করেন, রিয়েল ম্যান,অক্ষয়। আরেকজন লেখেন, বড় মনের মানুষ। আরও একজনের মন্তব্য, এক্সেলেন্ট।ভোট দেয়ার পর গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন অক্ষয় কুমার। তিনি বলেন, আজ সেই দিন, যেদিন রিমোট কন্ট্রোল আমাদের হাতে আসে। আমি সব মুম্বইবাসীর কাছে অনুরোধ করব ভোট দিন। এখন আমাদের দায়িত্ব সঠিক মানুষকে বেছে নেওয়া। মুম্বাইয়ের প্রকৃত নায়ক হতে চাইলে সংলাপ নয়, ভোট দিন।অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে অক্ষয় কুমারের সিনেমা ‘হাইওয়ান’। প্রিয়দর্শন পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে সহশিল্পী সাইফ আলী খানকে। এছাড়া আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘ভূত বাংলা’, ‘হেরা ফেরি থ্রি’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

