মহারাষ্ট্রের ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ভোট দেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী। ভোট দিয়ে আঙুলে কালি দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই সাধারণ ভোটারদের ক্ষোভের মুখে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোটকেন্দ্রে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তি হেমা মালিনীর সঙ্গে কথা বলেন। ক্ষুব্ধ ওই ভোটার জানান, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সাধারণ মানুষকে, অথচ কাউকে জবাবদিহির মধ্যে আনা হয়নি।ভিডিওতে ওই ব্যক্তি বলেন,গত ৬০ বছরে এমন বিশৃঙ্খলা দেখিনি। আমি সকাল ৭টা ৪৫ মিনিট থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ভোট দিতে পেরেছি সকাল ৯টা ৩০ মিনিটে। এখানে কেউ দায়িত্ব নিচ্ছে না, এমনকি কোনো স্থানীয় কর্মীও নেই। এই পরিস্থিতিতে হেমা মালিনী নিজের দলের একজন সদস্যকে বিষয়টি সামাল দেয়ার জন্য এগিয়ে আসতে বলেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।হেমা মালিনী বলেন, সবারই ভোট দিতে আসা উচিত। আমি যেমন সকাল সকাল ভোট দিতে এসেছি। আমার সামনে আরও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তবে ভোট দেওয়া মুম্বাইয়ের প্রতিটি নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, হেমা মালিনী ছাড়াও বৃহস্পতিবার মুম্বাইয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিতে দেখা গেছে বলিউড তারকাদের। তাদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, সান্যা মালহোত্রা, জন আব্রাহাম, তামান্না ভাটিয়া, জোয়া আখতার, দিব্যা দত্ত, নানা পাটেকর ও বিশাল দাদলানি।

