ads
১২ জানুয়ারি, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনসংক্রান্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনসংক্রান্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনসংক্রান্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিভাগীয় কমিশনার, ঢাকা এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে বিভিন্ন প্রার্থী বা তাদের সমর্থকদের উদ্যোগে সেমিনার, সভা, সমাবেশ বা অন্যান্য প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। নির্বাচন আচরণবিধি অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক বা নির্বাচনী কার্যক্রমে ব্যবহার করা যাবে না।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে—যাতে কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনী সভা, সমাবেশ বা প্রচারণার কাজে ব্যবহার না হয় এবং এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়।

নির্দেশনাটি বাস্তবায়নে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিষয়টি বাধ্যতামূলক।

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম