ads
১২ জানুয়ারি, ২০২৬

জীবননগরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার।

অনলাইন ডেস্ক

জীবননগরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার।

জীবননগরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার।

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (গতকাল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১টার দিকে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যাচারি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র মোখলেছুর রহমান রুমেল (৩২)।

অভিযানকালে তার কাছ থেকে একটি ইলেকট্রিক শকার, একটি ব্যাটন (হাতলাঠি), দুটি ছুরি, তিনটি চাপাতি ও পাঁচটি হাসুয়া উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পেনাল কোড ১৮৬০-এর ৩৯৩ ধারায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম