চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (গতকাল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১টার দিকে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার (হ্যাচারি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র মোখলেছুর রহমান রুমেল (৩২)।
অভিযানকালে তার কাছ থেকে একটি ইলেকট্রিক শকার, একটি ব্যাটন (হাতলাঠি), দুটি ছুরি, তিনটি চাপাতি ও পাঁচটি হাসুয়া উদ্ধার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পেনাল কোড ১৮৬০-এর ৩৯৩ ধারায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


