১৪ জানুয়ারি, ২০২৬

মাধবপুর মডেল হাই স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ঈর্ষণীয় সফলতা অর্জন

মাধবপুর মডেল হাই স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ঈর্ষণীয় সফলতা অর্জন

জেলা পর্যায় অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মাধবপুর মডেল হাই স্কুলের ক্রীড়া শিক্ষার্থীরা ঈর্ষণীয় সফলতা অর্জন করে জেলায় স্কুলের সুনাম ছড়িয়ে দিয়েছে। চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা, জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষার্থীরা।আলমডাঙ্গা উপজেলার মাধবপুর মডেল হাই স্কুলের ক্রীড়া শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ আল্পনা খাতুন ৪০০ মিটার দৌড়ে ১ম স্থান ও লং জাম্পে ৩য় স্থান অধিকার করেন। ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ মনিয়া খাতুন লাফ ঝাপে ২য় ও বর্ষা নিক্ষেপে ৩য় স্থান অধিকার করেন। ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিন্ধা গোলক নিক্ষেপে ১ম স্থান অধিকার করেন। ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মুন্না আলী দড়ি লাফে ৩য় স্থান ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ আল্পনা খাতুন লং জাম্পে ৩য় স্থান অধিকার করে জেলার মধ্যে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুনাম ও গৌরব বয়ে আনায় স্কুলের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ ও ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ বিজয়ীদের অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন।স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ নূর ইসলাম বলেন, বিজয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামিতে বিভাগীয় পর্যায়ে যে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে, আমি আশা করি আমাদের বাচ্চারা সেখান থেকেও সুনাম বয়ে এনে স্কুলের মুখ উজ্জ্বল করবে।জানা যায়, চুয়াডাঙ্গা জেলার চারটা উপজেলার প্রায় দুই শতাধিক বিদ্যালয়ের প্রতিযোগীরা এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।