বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিনিয়োগকৃত সম্পদের সর্বোচ্চ কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। তিনি বলেন, উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়নে দক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার কোনো বিকল্প নেই।বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ভবন-১ এ অনুষ্ঠিত ‘RHL প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জলবায়ু সহনশীল আবাসন নির্মাণে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, দরিদ্র মানুষের টেকসই জীবন নিশ্চিত করতে জলবায়ু সহনশীল ঘর নির্মাণ অপরিহার্য। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। তিনি RHL প্রকল্পের উদ্দেশ্য, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। কর্মশালায় RHL প্রকল্পের সার্বিক অগ্রগতি, ১৮টি বাস্তবায়নকারী সংস্থার কার্যক্রম, নতুন উদ্যোগ ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সঞ্চালনা করেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ড. এ. কে. এম. নুরুজ্জামান। এতে RHL প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নির্বাহী পরিচালক, ফোকাল ব্যক্তি ও প্রকল্প সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।