১৩ জানুয়ারি, ২০২৬

জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগকৃত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালকের

জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগকৃত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালকের

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিনিয়োগকৃত সম্পদের সর্বোচ্চ কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। তিনি বলেন, উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়নে দক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার কোনো বিকল্প নেই।বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ভবন-১ এ অনুষ্ঠিত ‘RHL প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জলবায়ু সহনশীল আবাসন নির্মাণে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, দরিদ্র মানুষের টেকসই জীবন নিশ্চিত করতে জলবায়ু সহনশীল ঘর নির্মাণ অপরিহার্য। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। তিনি RHL প্রকল্পের উদ্দেশ্য, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। কর্মশালায় RHL প্রকল্পের সার্বিক অগ্রগতি, ১৮টি বাস্তবায়নকারী সংস্থার কার্যক্রম, নতুন উদ্যোগ ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সঞ্চালনা করেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ড. এ. কে. এম. নুরুজ্জামান। এতে RHL প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর নির্বাহী পরিচালক, ফোকাল ব্যক্তি ও প্রকল্প সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।